মোবাইল এর ক্ষতিকর আলো থেকে আপনার চোঁখকে বাঁচাবে এই অ্যাপটি।

/*
তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের প্রায় সবার কাছেই স্মার্টফোন আছে। স্মার্টফোন একটি আধুনিক ডিভাইস। বর্তমানে এর চাহিদা বাড়ছে প্রচুর। কি করা যায়না এই স্মার্ট ফোন দিয়ে? ঘরে বসে নিত্যপ্রয়োজনীয় ঘরে বাইরের সব কাজই করা যায় এই স্মার্টফোন দিয়ে। প্রায় ৩.৩ বিলিয়ন এর চেয়েও বেশি মানুষ আজ স্মার্টফোন ব্যাবহার করছে। স্মার্টফোন আসলেই একটি প্রয়োজনীয় ডিভাইস। যত দিন যাচ্ছে এর ব্যাবহারকারী ততো বাড়ছে। স্মার্টফোন হাতের মুঠোয় নিয়ে এসেছে পুরো বিশ্বকে। একজন কিশোর/কিশোরী গড়ে প্রায় ৩ ঘন্টার মতো মোবাইল ব্যাবহার করেন। তবে আপনি জানেন কি, মোবাইল ব্যাবহারের যেমন ভালে দিক রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে? হ্যাঁ,মোবাইল ব্যাবহারে আমাদের চোঁখের অনেক ক্ষতি হয়। কিন্তু কিভাবে? আমরা যখন মোবাইল ব্যাবহার করি তখন মোবাইল থেকে একটি উজ্জল আলো প্রতিফলিত হয়।যেহেতু আমরা মোবাইল খুব কাছ থেকে ব্যাবহার করি সেজন্য এই ক্ষতিকর আলো সরাসরি আমাদের চোঁখে এসে পড়ে। যা আমাদের চোঁখের ক্ষতি করে সাথে আমাদের স্বাস্হের অবনতি এবং ঘুম নষ্ট করার জন্য যতেষ্ট। মোবাইল থেকে যে আলো নির্গত হয়ে আমাদের চোখে প্রতিফলিত হয় সে আলো হলো - Blue Light. Blue light আমাদের চোঁখের অনেক ক্ষতি করে। বিশেষ করে যখন আমরা রাতে মোবাইল ব্যাবহার করি। তাহলে কি এই আলো থেকে আমাদের চোঁখকে বাঁচানোর কোনো উপায় আছে? জ্বি হ্যাঁ,অবশ্যই আছে। যদিও এই উপায়টি Blue light কে ১০০% বন্ধ করে দিতে পারে না, তবোও এটি প্রায় ৭০% ফিল্টার কে হ্রাস করতে পারে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার চোঁখকে নিরাপদ রাখবেন এই ক্ষতিকর আলো থেকে। প্রথমেই আমার দেয়া লিংক থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপটি Download from play store
এবার অপেন করুন অ্যাপটি। এবার কিছু এক্সেস পার্মিশন চাইবে। নির্দিধায় Allow করে দিতে পারেন। এবার এরকম একটি পেইজ আসবে। Power button আইকনে ক্লিক দিলেই অ্যাপটি এক্টিভ হয়ে যাবে। এবার নিচের স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে Night shift করে দিবেন। এবং intensity range আপনার ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিন। Screen Dim আপনার পছন্দমতো বাড়িয়ে/কমিয়ে নিতে পারেন। আপনি চাইলে টাইমিং সেট করে দিতে পারেন। যা আপনার সময় অনুযায়ী চালু/বন্ধ হবে। ব্যাঁস,এবার আপনার ফোন থেকে নির্গত আলো আপনার চোঁখকে আগের চেয়ে অনেকটা নিরাপদ রাখবে। টিউন টি ভালো লাগলে কমেন্ট করতে ভূলবেন না। আবার আমাকে ফেসবুকে ফলো করতে ভূলবেন না। 😊

Post a Comment

0 Comments