আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?আশাকরি বেশ ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো একটি নোটপ্যাড আ্যাপ যা তৈরি করেছে স্বয়ং গুগল। আর গুগলের কোনো প্রোডাক্ট অন্য কোম্পানির আ্যাপ থেকে অনেক ভালো হয়। আমি আপনাদের সামনে আজকে যে নোটপ্যাড শেয়ার করবো তা অত্যন্ত ভালো।আর কথা বাড়াবো না। চলুন দেখে নিই কি কি ফিচার আছে আমাদের আ্যাপ এ।
Google login
Label adding
Dark theme
Recycle bin
Reminding mode
Archive
Some tools
Google login
যেহেতু এটি গুগলের আ্যাপ তাই গুগল মেইল দিয়ে লগিন হওয়াটাই স্বাভাবিক।তবে এতে উপকার আছে।কখনো ভূলবসত আ্যাপ ডিলেট হয়ে গেলে তা সহজেই গুগল একাউন্ট দিয়ে নোট ব্যাকাপ নিতে পারবেন।এই ফিচারটি আমার কাছে বেশ ভালো লেগেছে।
Label adding
এটি অত্যন্ত ভালো একটি ফিচার। এর মাধ্যমে আপনি আপনার নোট'এর ক্যাটাগরি/লেবেল দিতে পারবেন। উধাহারণঃ TrickRed এর ক্যাটাগরি সিস্টেম। একসাথে একাধিক লেবেল আ্যাড করতে পারবেন।
Dark theme
এই ফিচার টি আমার কাছে খুব, খুব এবং খুব ভালো লেগেছে।ডার্ক থিম এ্যানবল এর মাধ্যমে আপনি যখন নোট লিখতে যাবেন তখন মোবাইল থেকে নির্গত ক্ষতিকর রশ্মি আপনার চোখকে নিরাপদ রাখবে।সাথে আপনার ব্যাটারির ব্যাকাপ দিতেও বেশ কাজে দিবে।
ডার্ক থিম অন করার জন্য আপনাকে মেনুবার থেকে সেটিংস এ গিয়ে Dark theme এ্যানাবল করে দিতে হবে।
Recycle bin
এটার কাজ তো আমরা সবাই'ই জানি। যদি কখনো ভূলবসত কোনো নোট ডিলিট হয়ে যায় তাহলে আ্যাপের মেনুবার থেকে Recycle bin এ চলে যাবেন। আপনার ডিলিট হওয়া সমস্ত নোট দেখতে পারবেন। চাইলে নোট গুলো রিস্টোর করে নিতে পারেন। তবে মনে রাখবেন,ডিলেটকৃত নোট শুধুমাত্র ৭ দিন রিসাইকেল বিন এ থাকবে। এর পরে অটোমেটিক নোটগুলো বিন থেকে ডিলিট হয়ে যাবে।
Reminding mode
ধরুন আপনি এমন একটা কাজ করতে চান যে কাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। আপনি নোটপ্যাড এ সময় টা সেট করে বিস্তারিত বিবরণ করে রাখতে পারেন। টাইম সেট করার জন্য ঘন্টা আইকনে ক্লিক দিয়ে টাইম সেট করে রাখবেন। সময় এর সাথে সাথে নোটপ্যাড আপনাকে জানিয়ে দিবে।
Archive (আর্কাইভ)
এর মাধ্যমে আপনি আপনার স্পেশাল নোটগুলো আর্কাইভ এ জমা রাখতে পারবেন। আর্কাইভ কৃত নোটগুলো মেনুবারে গিয়ে Archive লেখাতে ক্লিক দিলেই পেয়ে যাবেন।
Some tools
নোটপ্যাড এ কিছু লিখার সময় সামান্য টুলস ব্যাবহার করা যেতে পারে।যেমন - ছবি আ্যাড করা, ভয়েস আ্যাড করা, ড্রয়িং আ্যাড করা,Tick box এ আ্যাড করে নিতে পারেন আপনি। টুলস এর সুবিধা ব্যাবহারের জন্য নোটপ্যাড এর নিচে+বামপাশে প্লাস(+)আইকনে ক্লিক দিলেই হবে।
এতক্ষণ শুধু আ্যাপের রিভিউ টাই দিলাম। আশা করি আপনাদের সামনে আ্যাপ এর বিস্তারিত রিভিউ দিতে পেরেছি। এবার শুধু ডাউনলোড করার নিয়ম।
0 মন্তব্যসমূহ